স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী এনায়েতপুর ) আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হলো বাংলাদেশ গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো: সোহরাওয়ার্দী হোসেন এর মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে। জেলা শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সক্রিয় আছেন, দীর্ঘদিন ধরে বেলকুচি চৌহালী উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন। তিনি এবার প্রতীকী নয়, বাস্তব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।
৩০-০৯-২০২৫ ইং রাত ১০:০০ টায় মো: সোহরাওয়ার্দী হোসেন আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ইউসুফ আলী, সবুজ শেখ দৌলতপুর ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদে সভাপতি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহরাওয়ার্দী সাহেব বলেন,
“বেলকুচি - চৌহালীবাসী আজও অবহেলিত, প্রতিশ্রুতির ফুলঝুড়ি পেলেও বাস্তব উন্নয়ন হয়নি। আমি জনগণের আস্থা নিয়ে এগোতে চাই। ট্রাক প্রতীক আজ সংগ্রামের প্রতীক, পরিবর্তনের প্রতীক। আসনটির উন্নয়ন, শিক্ষার প্রসার, নারী ও যুব সমাজের কর্মসংস্থানই হবে আমার মূল লক্ষ্য। বেলকুচি চৌহালী সাধারণ মানুষ মনে করেন, দীর্ঘদিন ধরে একই পরিবারভুক্ত নেতাদের রাজনীতির কারণে এলাকার উন্নয়ন ও তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ঘাটতি রয়েছে। এবার নতুন মুখ হিসেবে মাঠে নামায় ভোটারদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। অনেকে বলছেন, তরুণ ভোটারদের জন্য এটি হতে পারে নতুন দিগন্ত। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী এনায়েতপুর ) আসন ঐতিহ্যগতভাবে দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ। জাতীয় নেতাদের রাজনীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই আসনে প্রায় সময় বড় রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মো: সোহরাওয়ার্দী হোসেন অংশগ্রহণ আসনটিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে অনেকেই মনে করছেন। মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত জেলা নেতৃবৃন্দ জানান, জনগণ পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের শক্তি হলো ট্রাক প্রতীক। তাদের আশা, মো: সোহরাওয়ার্দী হোসেন, জনগণের সত্যিকারের প্রতিনিধি হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে বেলকুচি চৌহালী এনায়েতপুর বাসী তাকে বিজয়ী করবেন।