মোঃ আঃ কুদ্দুস খান
বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)
বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), বরিশাল-এর উদ্যোগে শিক্ষক-শিক্ষিকা, ইমাম, কৃষি উপসহকারী, পুরোহিত ও স্বাস্থ্য সহকারীদের নিয়ে তিন দিনব্যাপী “ফলিত পুষ্টি” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) মঠবাড়ীয়া উপজেলা কৃষি অফিসের অডিটরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া উপজেলা কৃষি কর্মকর্তা। প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারজানা সিথি, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান বরিশাল। প্রশিক্ষণে পুষ্টি উন্নয়ন, ফলিত কৃষি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অপুষ্টি প্রতিরোধসহ নানা বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে সুস্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।