তৌহিদুল ইসলাম; জেলা প্রতিনিধি;
লাইলি মজনুর গল্প শুনেছি আজ বাস্তবে আমরা দেখতে পেলাম লালমনির হাট জেলার, হাতিভাঙ্গা থানার টংভাঙ্গা ইউনিয়নের পারিকাবাড়ি গ্রামের আমিনুর রহমান এর চার মেয়ের মধ্যে বড় মেয়ে মৌসুমি বেগমের বাম পাশের কিডনি তার স্নামি মোঃ মাইনুদ্দিন কে দান করলেন তার দুটি কিডনি অকেজো হওয়ায় নজির বিহীন দৃস্টান্ত স্থাপন করলেন বৃহষ্পতিবার ২৪/১০/২০২৪ ইং রাত ১২.০০ মিঃ সময় ঢাকা শ্যামলি সিকেডি ইউরো লেজি হাসপাতালে স্বামী /স্ত্রী র একই সাথে অস্রপাচার হয়।স্বামী মাইনুদ্দিন আইসিইউ তে আছে জ্ঞান ফিরছেন বলে কতৃপক্ষ জানিয়েছেন। অন্য দিকে স্ত্রী মৌসুমি কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান আমি আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমার স্বামীকে বাঁচাতে এ উপহারটি দিয়েছি। এদিকে মৌসুমির মা' র কাছে জানতে চাওয়া হলে সে বলে আমার জামাই অসুস্থ প্রায় ৫/৬ বছর, ওদের বিয়ের বয়স ১৫ বছর তাই মেয়ে জামাইর মধ্যে ভালো মিল থাকায় কিডনি দিতে আমাদের পক্ষ থেকে কোন নিষেধ ছিলো না।