স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
পবিত্র হজ্ব পালন শেষে দেশে প্রত্যাবর্তন করা দুই সম্মানিত সদস্যকে শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করেছে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ (মাকসৃ)।
গত ৭ জুলাই পবিত্র হজ্ব পালন শেষে দেশে ফিরেছেন কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব রিদওয়ানুল বারী বাহার এবং উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রভাষক জনাব রাকিব বিন আহমেদ। এ উপলক্ষে মাকসৃ’র পক্ষ থেকে পৃথক দুটি প্রতিনিধি দল তাঁদের নিজ নিজ বাড়িতে গিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সাক্ষাৎকালে রিদওয়ানুল বারী বাহার স্যারের হজ্বকালীন অভিজ্ঞতার কথা শ্রবণ করেন সদস্যরা। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করেন। অন্যদিকে, প্রভাষক রাকিব বিন আহমেদও সাক্ষাৎকালে হজ্বের নানা অনুভূতি ও অভিজ্ঞতা উপস্থিত সদস্যদের সঙ্গে ভাগ করে নেন। মাকসৃ’র পক্ষ থেকে তাঁকেও আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন মাস্টার আব্দুর রহমান রিপন, মাস্টার শরফুল আজাদ শিবলু, মাস্টার মোশারফ হোসেন, মাস্টার শফিউল আজম, স্বাস্থ্য সহকারী ইকবাল হোসেন, আজিম উদ্দীন সাহাব, আব্দুর রহমান সেলিম, জাহিদুল ইসলাম শিহাব, মাশরুর কামিল তকি, ছায়েদুল ইসলাম সজিব, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রাব্বি ও মেহরাজসহ আরও অনেকে।