শেখ সাজেদুল হক (বোরাক)
রাজৈর প্রতিনিধি:--
নুরুন্নাহার (কনা) ও জহিরুল ইসলাম (সিলন) স্বামী-স্ত্রী। সিলন ২ বছর ধরে মানুষকে ফোনে বলে আসছে সে ইউরোপের দেশ মাল্টাতে আছে, কিন্তু আজ ১৫/১১/২০২৫ইং, সকালে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ হোসেন খানের নেতৃত্বে, এষ আই খাইরুল বাশার ও এ এস আই মাসুদ আলম সহ চার দল বিশিষ্ট টিম পাঠায় যশোরে। এবং আসামিদের ধরতে সক্ষম হয়। আসামি নুরজাহান কনা ও রুহুল আমিন সিলন কে গ্রেফতার করে, রাজৈর থানায় নিয়ে আসে। এবং মাদারীপুর জেল কারাগাড়ে প্রেরন করেন।