মোঃ মুরাদ প্রামাণিক
আত্রাই নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে আল মদিনা ও মোল্লা টাওয়ারে মিটার চুরি হয়েছে। এবং চুরির পর চোরের মোবাইল নাম্বার রেখে গেছে। এলাকার মানুষ আশঙ্কা করছেন চোররা দুই বিল্ডিং থেকেই টাকা নিবে এবং মিটার ফিরিয়ে দিবে । বিল্ডিং এ সিকিউরিটি গার্ডের কথা হলো তিনি বলেন ফজরের নামাজের সময় কারেন্ট চলে যায়। তিনি বাহিরে এসে দেখেন সামনের ঘরে কারেন্ট আছে। তিনি ভাবেন যে কারেন্টের কোন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে।পরে সকালে বিল্ডিং দেখা শোনার দায়িত্বে যে আছে সে দেখে মিটার ভেঙে চুরি হয়ে গেছে। তারপর বিল্ডিংয়ের মালিক কে জানানো হয়। তারপর বিল্ডিং এর মালিক তাদের নাম্বারে কল দেয় এবং বলে মিটার ফিরিয়ে দিতে। চোরেরা বলে তাদেরকে টাকা দিতে হবে ২ মিটারে ২০০০০ টাকা ।তারা টাকা দেয় এবং মিটার ফিরিয়ে চাই কিন্তু তারা যে ঠিকানা দিয়েছিল সেটা ভুল সেখানে মিটার পাওয়া যায়নি।