বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
মোঃ মুরাদ প্রামাণিক
আত্রাই নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই নদীতে এবার ভরপুর পানি এসেছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে নদীটি এখন পূর্ণ স্রোতে বইছে। নদীর তীরে ভেসে উঠেছে প্রাণের সজীবতা, আবারও নৌকাচালকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নদীপাড়। স্থানীয়দের মতে, কয়েক মাস শুকনো থাকার পর হঠাৎ পানির আগমনে নদী পাড়ের কৃষকদের মুখে হাসি ফুটেছে। সেচের জন্য আর পানির অভাব থাকবে না। একই সঙ্গে মাছের প্রাচুর্যও বেড়েছে, যা স্থানীয় জেলেদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। তবে হঠাৎ করে নদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলগুলোতে আংশিক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আত্রাই নদীর এই স্রোত শুধু কৃষি নয়, স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যেও নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।