মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
কবিতা
আমার মা
– আরাফ আদিল
মাগো তোমাকে অনেক মিস করি,
সেই যে তুমি চলে গেলে বহুবছর আগে,
আমার চোখের জল না মুছিয়ে,
আমি আজ তোমায় খুঁজি,
তোমাকে না দেখতে পেয়ে ।
প্রতিদিন আমার চোখের অশ্রু ঝরে,
তোমাকে না দেখতে পেয়ে।
আমাকে রেখে গেলে পৃথিবীর বুকে,
কেউত আর খুঁজি রাখে না,
তোমার মত করে ।
কেউ ডাকে ও না মা,
তোমার মত সুরে।
জানো মা……………..
প্রতিনিয়ত আমি কাঁদিঁ,
তোমার স্মৃতি মনে পরাতে।
দাওনা মা………………….
তোমার ঐ আচঁল ,
আমার অশ্রু মুছে দিতে ।
কেনো করলে এমন ?
আামকে ফেলে ,
না ফেরার দেশে আছো ,
তোমার মত করে ।
এখন কে করবে আমার যতন ,
আমি যে মা হারা পাগল ,
মা গো তোমাকে অনেক খুঁজি ,
শত শত মায়েদের মাঁঝে ।
কই তোমাকে ত পাই না ?
আগের মত করে।
এখনত আমার সময় ,
তোমাকে করবো লালন পালন,
রাখবো তোমার প্রতি নজর ।
তুমিত চাইতে আমি বড় হই …………
দেখো মা এসে……….
তোমার দু-নয়ন ভরে ,
আমি কত বড় হয়েছি ,
ঠিক তোমার স্বপ্নের মত করে ।
যেমনটা তুমি চেয়েছিলে ,
আমি আজ চাকরি জীবি ।
দাও না মা তোমার ঐ আচঁল
বুকটা ভিজে যায় দু- চোখের জলে,
যখন তোমার স্মৃতি মনে পড়ে ।
আজ সবই আছে,
দুখঃ – কষ্ট অভাব চলে গেছে ,
সুখ – শান্তি এসেছে ফিরে ,
কষ্ট আজ একটাই……….
মা গো তুমি আজ নাই ………
যেখানে থাকো না মা,
সুখে পরিহরি ,
আল্লহর কাছে তুমি ভালো থেকো ,
এই দুয়া তোমার জন্য সর্বদায় করি।
মা গো তোমাকে অনেক ভালোবাসি,
যা বেচেঁ থাকতে তোমাকে হয় নি বলা,
আই মিস ইউ আমার কলিজার টুকরো মা।।
(স্মৃতির চরণে)