বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
মোঃ হাসমত আলী, সিরাজগঞ্জ জেলা, প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদ ৪র্থ ধাপে নির্বাচনে, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন,,চেয়ারম্যান পদে মোঃ আব্দুল মতিন চৌধুরী, তিনি (আনারস)প্রতিক নিয়ে (১৭২৮৬) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মোঃ সেলিম রেজা, তিনি (দোয়াত কলম)প্রতিক নিয়ে ভোট পেয়েছেন (১০০০৮) ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে, মোঃ আনিছুর রহমান ভূঁইয়া, তাহার প্রতিক (টিউবওয়েল) তিনি (১৭১৪০) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মোঃ সেলিম রেজা, তিনি (চশমা)প্রতিক নিয়ে ভোট পেয়েছেন,(১৫৯৫৪) ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মোছাঃ উম্মে নূর পেয়ারা,(ফুটবল)প্রতিক নিয়ে,(১৬০১৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মোছাঃ তাহমিনা ওয়াজেদ,( হাস মার্কা) তিনি পেয়েছেন,(১৫১২৮) ভোট।
উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলায় ৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল,এক লক্ষ বিশ হাজার সাতশ একষট্টি জন,এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬১৯২০জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫৯৮৪১ জন।
এই প্রথম কামারখন্দ উপজেলায় ই ভি এম এর মাধ্যমে ভোট দিয়েছেন ভোটার গন,
সকালে ভোটার এর উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বারতে থাকে
কামারখন্দ উপজেলা, নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়, কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, সুন্দর ভাবে শেষ হয়েছে।
মোঃ হাসমত আলী:
০৬/০৬/২০২৪
০১৮১৬৫৪৮৮৮৩