মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন; মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ; আত্রাইয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা; পিরোজপুরে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা; মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা; “বাইক” পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; নওগাঁয় একটি পরিবারের দাপটে পুরো গ্রামের মানুষ অতিষ্ট  ; নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন ; কোস্টগার্ড’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা; তারুণ্যের সমাবেশ সফল করতে মোংলায় যুবদলের প্রচার মিছিল; নেছারাবাদে নবীকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় হিন্দু যুবককে আটক; এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ; স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ; নওগাঁতে কালভার্ট ভেঙে চার গ্রামের মানুষের ভোগান্তি ; নেছারাবাদে “ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে” প্রতিবাদ মিছিল; নওগাঁর বদলগাছীতে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু হয়েছে; ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার; মোংলা বন্দরে আগমন বেড়েছে বাণিজ্যিক জাহাজের, গাড়ি আমদানিতে রেকর্ড; প্রকাশিত সংবাদের প্রতিবাদ ;

আত্রাইয়ে প্রাকৃতিক দুর্যোগ না হলে বোরো ধানের বাম্পার ফলনে ভরবে কৃষকদের শূন্য গোলা;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত জেলা নওগাঁ জেলা এই জেলার ধান ও চাউলের সুনাম ছড়িয়ে যায় দেশ জুড়ে নওগাঁর১১টি উপজেলায় দুলছে সোনালী বর্নের ধান যা দেখে কৃষকরা স্বপ্ন দেখছেন বাম্পার ফলনের। জেলার আত্রাই উপজেলায় প্রতিটি মাঠ জুড়ে দুলছে কৃষকের সোনালী স্বপ্নের ধান। মাঠগুলোতে এখন বোরো ধানের সবুজ বরণ কেটে হলুদ বরণ ধারণ করতে শুরু করেছে।কিছু কিছু এলাকায় পাকতে শুরু করেছে বোরো ধান। যে দিকেই চোখ যায় শুধু ধান আর ধান ধানের শীষে মাঠ জুড়ে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। চারিদিকে এ যেন এক দৃষ্টিকারা দৃশ্য।হালকা হালকা হাওয়ায় দুলছে ধানের সোনালী শীষ।আর খুশিতে দুলছে কৃষকের স্বপ্ন। কৃষকের মনে উঁকি দিচ্ছে এক নতুন স্বপ্ন সোনালী খেত দেখে বারবার ফিরে তাকায় আর যেন হারিয়ে যাই প্রাকৃতিক দুর্যোগ ঝড়োয়া আবহাওয়া ও শিলাবৃষ্টির ভাবনায় আর কিছুদিন পরেই রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শূণ্য গোলা আর কৃষকের মুখে ফুটবে হাসি। বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন।পাকা ধান ঘরে তুলতে জায়গা প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষকরা বলছেন, ধানের চারা রোপণ থেকে শুরু করে শেষ সময় পর্যন্ত কৃষি অফিসের সহযোগিতা ও আবহাওয়া অনুকূল থাকার কারণে ধানক্ষেতে রোগ-বালাই তুলনামূলক নেই বললেই চলে।ধান কাটা-মাড়াই পর্যন্ত এমন আবহাওয়া থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
কৃষি অফিসের তথ্যমতে উপজেলার ৮টি ইউনিয়নে ১১ হাজার ৭শত ৪০হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।
উপজেলার ৮টি ইউনিয়ন আত্রাই আহসানগন্জ ইউনিয়ন,পাঁচুপুর ইউনিয়ন,ভোঁপাড়া ইউনিয়ন,সাহাগোলা ইউনিয়ন,কালকাপুড় ইউনিয়ন,হাটকালুপাড়া ইউনিয়ন,এ ছাড়াও জেলার প্রতিটি উপজেলায় বোরো ধানের চাষ করা হয়ে থাকে। এবারে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।ধান রোপনের শুরু থেকেই অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবারের ধান মাঠে দর্শনীয় হয়ে উঠেছে।বেশ কিছু এলাকায় আগাম জাতের ধান পাকতেও শুরু করেছে।অধিকাংশ এলাকার মাঠ জুড়ে সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে বোরো ধানের শীষ।আর এ সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।
উপজেলার নন্দনালী গ্রামের কৃষক মোঃ আফজাল হোসেন ও হাটকালুপাড়া কৃষক মোঃ রইজ উদ্দিন বলেন এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমরা বোরো ধনের বাম্পার ফলন পাব।আর কয়েকটা দিন যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে কৃষকদের স্বপ্নের সোনালী ধান সুন্দরভাবে ঘরে উঠবে কালকাপুড় ইউনিয়নের তারানগর গ্রামের আব্দুল খালেক বলেন আমরা বোরো ধানের মধ্যে জিরাসাইল কাটারি ও আটাশ ধানের আবাদ সর্বাধিক পরিমাণ জমিতে করে থাকি। কিছু কিছু জমিতে নতুন অন্য জাতের ধানের চাষও করা হয়েছে। শুরু থেকেই আবহাওয়া ভালো থাকায় ধানের শীষগুলো দর্শনীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবারে বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদী। আহসমগন্জ ইউনিয়নের সুটকিগাছা গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার বিভিন্ন মাঠে আগাম রোপণকৃত ধান ২ থেকে ৪ দিনের মধ্যে কাটামাড়াই শুরু হবে। কাটামাড়াই পুরোদমে শুরু হতে আরো এক সপ্তাহ লাগতে পারে। সাহাগোলা ইউনিয়নের আরিফ হোসেন বলে,আমরা এখন ঝুঁকির মধ্যে রয়েছে ঝড়ো আবহাওয়া ও শিলাবৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে আমরা মাঠে রয়েছেন। স্বপ্নের ধান কেটে ঘরে তুলতে পারলে বাম্পার ফলন পাব বলে আমরা আশা করছি । আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অল্প খরচে অধিক ফলনের জন্য আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করেছি।বিশেষ করে বোরো ধান রোপনের শুরু থেকেই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায় কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন।বিশেষ করে অধিক ফলেন জন্য পরিমাণ মতো সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সব সময় আমরা পরামর্শ দিয়ে আসছি। এবার আত্রাই উপজেলার কোথাও মাঝড়া পোকার আক্রমণ নেই।এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে আরো বলেন বিঘা প্রতি জিরা,আটাশ ও কাটারি ধান ২৪ থেকে ২৬.২৭ মন হারে আসবে ও মোটা জাতের ধান আরো বেশি ফলনশীল হবে।আগামী এক সপ্তাহের মধ্যে ভরপুর কাটামাড়াই শুরু হবে সুন্দরভাবে ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের কে আমরা সবরকম পরামর্শ প্রদান করতেছি।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার