বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান; ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের; দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন; পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ; মনিয়ারি ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; পঞ্চগড়ে ‘শিশুস্বর্গের’ শীত আনন্দ উৎসবে শিশুর হাতে বিশেষ উপহার; নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার;

দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন;


‎পিরোজপুর প্রতিনিধি :

জানুয়ারি ১২‘জনগণই রাষ্ট্রের মালিক। জনগণের হাতে দেশের চাবি। গণভোটের মাধ্যমে এই মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে অংশ নিয়ে এই চাবির সঠিক ব্যবহার করুন। রাষ্ট্রের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এই সুযোগ হাতছাড়া করলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।‘
‎সোমবার বিকালে পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারি পি ই আর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সুধিজনদের নিয়ে পিরোজপুর জেলা তথ্য অফিস আয়োজিত এক উন্মুক্ত বৈঠকে বক্তারা একথা বলেছেন। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদ। জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি, পিরোজপুর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ, মাদ্রসার অধ্যক্ষ মুমিত চৌধূরী।
‎উন্মুক্ত বৈঠকে গণভোটের প্রেক্ষাপট, বিষয় ও বিবেচ্য প্রশ্নগুলোর বিস্তারিত ব্যখ্যা তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সুধিজনদের উদ্দেশ্যে বলেন, গণভোটে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় নিজের অংশীদারিত্ব প্রমাণ করুন। দেশের জন্য ইতিবাচক পরিবর্তন চাইলে গণভোটকে গুরুত্বের সাথে নিয়ে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাবেন। তিনি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সরকার সেক্ষেত্রে সদা সতর্ক আছে জানিয়ে বলেন, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, গুজব রটাতে চায় তৎক্ষনাৎ যেন তা প্রশাসনকে জানানোর ব্যবস্থা নেয়।
‎ভোট জনগণের আমানত, একথা উল্রেখ করে তথ্য অফিসের উপপরিচালক বলেন, দেশের মালিকানায় ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশগ্রহণ করতে হবে। আগামীতে দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত দেয়ার সুযোগ এখন আমাদের হাতে। গণভোটের গোলাপী ব্যালটে সচেতনতার সাথে ‘হাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পরীক্ষিৎ চৌধুরী বলেন, এখনো একমাস সময় আমাদের হাতে আছে। গণভোটের বিষয়গুলো নিয়ে আপনাদের জানার জন্য সরকারের পক্ষ থেকে যেসব ডকুমেন্টারি দেখানো হচ্ছে, যেসব কাগজ বিলি হচ্ছে সেগুলোকে গুরুত্বের সাথে নিয়ে এসম্পর্কে ভাল করে জেনেবুঝে প্রস্তুতি নিবেন। এসময় তিনি পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণভোটে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গৃহীত পরিকল্পনা ও তার বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এই উপলক্ষ্যে একটি সঙ্গীত দল শীঘ্রই পিরোজপুরের বিভিন্ন স্থানে গণভোটের গান পরিবেশন করবেন বলে উপপরিচালক এসময় জানান।
‎এই উন্মুক্ত বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিরা ছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে কদমতলা বাজারে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে চলচ্চিত্র প্রদর্শন, ভোটালাপ ও টেন মিনিটস টক করা হয়। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করতে পিরোজপুর জেলা তথ্য অফিস গত ১২ ডিসেম্বর থেকে দুই মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় আজকে ছিল উঠান বা উন্মুক্ত বৈঠকের ১২তম পর্ব। এর আগে বিভিন্ন সময়ে জেলা তথ্য অফিস জেলা সদরের চিলা মতুয়া আশ্রম ও কুমিরমারা আবাসন, পুরাতন ঈদগাহ মাঠ, নাজিরপুরের মাটিভাঙা ইউনিয়নে, কাউখালির নতুন বাজার, নেছারাবাদের অলংকারকাঠি আবাসন, ইন্দুরকানির সদর ইউনিয়ন বাজার, ভান্ডারিয়ার ধাওয়া, ইকরি বাজার ও মাদারশি বাজারে, মঠবাড়িয়ার ধানিশাফা বাজারে মোট ১১টি বৈঠক আয়োজন করে। জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৮টি স্থানে গণভোটে উদ্বুদ্ধকরণের ওপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিয়নে দেড়শত ইউনিটে রিকশাযোগে সড়ক প্রচার করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ভ্রাম্যমান দুইটি ‘ভোটের গাড়ি’র প্রচার কর্মসূচির অংশ হিসেবে জেলার নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলার ১০টি স্থানে কার্যক্রম চালানো হয়েছে। আগামী ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আরো পাঁচ উপজেলায় এই ভোটের গাড়ি আবার ভ্রমণ করবে। এছাড়াও গণভোটে আপামর জনসাধারণকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিসের কর্মকর্তা- কর্মচারিগণ জেলার বিভিন্ন বাজার, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে প্রায় ৭৫টিরও বেশি ভোটালাপ ও অর্ধশতাধিক ‘ক্ষুদ্র সংলাপ’-এর মাধ্যমে গণভোট সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য আহ্বান জানান। আন্তর্ব্যক্তিক এসব বৈঠক, চলচ্চিত্র প্রদর্শন, সড়ক প্রচার, ক্ষুদ্র সংলাপ, ভোটালাপের পাশাপাশি গণভোটে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক মাধ্যম ফেইসবুকেও বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট নিয়মিত আপলোড করছে জেলা তথ্য অফিস। ‘জেলা তথ্য অফিস, পিরোজপুর’ তার নিজস্ব ফেইসবুক পেইজে এই পর্যন্ত শতাধিক কনটেন্ট আপলোড করেছে।
‎তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গণযোগাযোগ অধিদপ্তরের পরামর্শক্রমে সারা দেশের ৬৪টি জেলা তথ্য অফিস ও ৪টি উপজেলা তথ্য অফিস আগামী নির্বাচন পর্যন্ত এই উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার