সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: শেখ সাজেদুল হক (বোরাক)
রাজৈর থানার একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাজৈর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে এবং এসআই নজরুল ইসলামের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে রাজৈর থানাধীন খালিয়া দক্ষিণপাড়া এলাকার নমিতা বাড়ৈ (স্বামী: রতন বাড়ৈ) কে নিজ বাড়ি থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত নমিতা বাড়ৈ দক্ষিণ খালিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত গাঁজা অবৈধ মাদক হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আটক নারীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রাজৈর থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।