মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন।
শুক্রবার (১১ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে দিনব্যাপী মোংলা পৌরসহ উপজেলার সোনাইলতলা, চিলা, সুন্দরবন, চাঁদপাই, বুড়িরডাংগা ও মিঠাখালি ইউনিয়নে বিভিন্ন পুজা মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান দেন।
এসময় তার সাথে উপজেলা বিএনপি নেতা আবু হোসেন পনি, শেখ রুস্তম আলী, আবুল হোসেন বড়ো মিয়া, সুব্রত মজুমদার, নাজমুল হাওলাদার, নাছির উদ্দিন, সাহাবুদ্দিন ফকির, ও পৌর বিএনপি নেতা মাহাবুবুর রহমান মানিক, পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম, যুবদল নেতা বিএম ওয়াসিম আরমান সহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিথ ছিলেন।