মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টার; জহিরুল ইসলাম;
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ!
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মোহব্বত আলী সরদারের উদ্যোগে ও ইউনিয়ন যুবদল, ছাত্রদল,তাঁতীদ স্বেচ্ছাসেবকদলের পরিচালনায় কালিবাড়ী, পুলিরহাট, কাবাসডাঙ্গা, হরিণখোলা , গোয়ালপোতা সহ পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় পূজা মন্ডপে বক্তব্য রাখেন তালা উপজেলা নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ মোহব্বত আলী সরদার, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মোড়ল, ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তুষার হোসেন, যুবদলের মোঃ বাচ্চু হোসেন, মোঃ সিরাজুল ইসলাম মিন্টু, মোঃ অলিউল্লাহ লালবাবু , মোঃ মিলন হোসেন, মোঃ হাবিবুর রহমান,তাঁতী দলের সভাপতি মোঃ আলতাফ হোসেন, মোঃ শহিদ হোসেন ইউপি সদস্য মোঃ মুকুল হোসেন প্রমুখ।
এসময় তারা পূজা কমিটি, দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। নেতৃবৃন্দ পুজা চলাকালিন মন্ডপের যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।