মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলা কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়। সোমবার রাতে বৃষ্টি হওয়ায় মাঠে হাঁটুপানি জমে যায়,যা স্থানীয় ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের জন্য ব্যাপক অসুবিধা সৃষ্টি হয়েছে। স্থানীয় জনসাধারণ জানান,দীর্ঘদিন ধরে এই সমস্যা চলিলেও এখনও কোনো সমাধান হয়নি। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোরাল দাবি জানান।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বলেন, “মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছি।সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ খুব তারা তারি নেওয়া হবে।