রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি ;
পিরোজপুরের ইন্দুরকানীতে আল-আকসা ফাউন্ডেশনের উদ্বেগে কুইজ প্রতিযোগীতা ২০২৫ অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় উপজেলার কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিজয়ীদের মধ্যে ২০জনকে পুরস্কার দেয়া হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়। এতে কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা. ছরোয়ার মোল্লার সভাপতিত্বে ও বালিপাড়া চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ অহিদুজ্জামান অহিদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তৌহিদুর রহমান রাতুল, বালিপাড়া চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সভাপতি ইউনুস আকন, কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক মাওলানা. জাকারিয়া চুন্ন, বালিপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসার ইংরেজী প্রভাষক মোঃ কাওসার শিকদার, বালিপাড়া চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা. কাউসার হোসাইন, জুলাই মঞ্চের পিরোজপুর জেলা লিয়াজোঁ সমন্বয়ক ও আল-আকসা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম রাতুল প্রমুখ।