শনিবার, ০৫ Jul ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
প্রতিনিধিঃ মোঃ নুরুজ্জামান খোকন
অদ্য ৪জুন বুধবার,সকাল ১১ঘটিকার সময়,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অডিটোরিয়াম হল রুমে, প্রোগ্রাম অনএগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ফিল্ড স্কুল কংগ্রেসে প্রান্তিক পর্যায়ে কৃষি ও কৃষকদের বিভিন্ন সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ পর্যায়ে উৎপাদিত কৃষি ও কৃষি পণ্যের উপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। এছাড়া ফিল্ড স্কুল কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্লক সুপারভাইজারগন মাঠ পর্যায়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন। সভাপতির বক্তব্যে মোঃ স্বজল মোল্লা বলেন,খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে মাঠে যেতে হবে। উৎপাদন বাড়াতে হবে। এ ব্যাপারে তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা কৃষি অফিসের কৃষক হল রুমে অনুষ্ঠিত ফিল্ড স্কুল কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক প্রশিক্ষিত ও শিক্ষা নবীশ কৃষক অংশগ্রহণ করেন। এছাড়া ফিল্ড স্কুল কংগ্রেসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।