বুধবার, ২১ মে ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
কাউখালী উপজেলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে,বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্প। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায়,স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ২১ মে(বুধবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রশিক্ষণ কর্মসূচির ২ধাপে ইউপি সদস্যদের উপস্থিতিতে প্রথম দিবস অধিবেশনে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন,কোর্স কো- অর্ডিনেটর,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। পরবর্তীতে উপস্থিত সকলের পরিচয় পর্ব, প্রত্যাশা যাচাই,প্রশিক্ষণের নিয়ম নীতি,প্রশিক্ষণের উদ্দেশ্য,প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন করা হয়। অতঃপর রিসোর্স পার্সন ও উপজেলা কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ গ্রাম আদালত গঠনের আবেদন পত্র দাখিল,গ্রহণ-অগ্রাহ্য রিভিশন,আদেশনামা,সমন জারী ও প্রতিবাদী কর্তৃক দাবি বা বিবাদ স্বীকার বিধিমালা ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সর্বশেষে রিসোর্স পার্সন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, গ্রাম আদালত এর ক্ষমতা ও গ্রাম আদালত কর্তৃক তফসিলের বিচারযোগ্য মামলা সহ ফৌজদারি ও দেওয়ানী মামলার ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়ন,৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন,৫নং শিয়ালকাঠি ইউনিয়নের ২৭ জন পুরুষ ও ৯ জন নারী, মোট ৩৬ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও প্রথম ধাপে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও ৩নং কাউখালী সদর ইউনিয়নের ১৮ জন পুরুষ ও ৬ জন নারী, মোট ২৪জন ইউপি সদস্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে ছিলেন। উক্ত গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মসূচিটি সার্বিক পরিচালনা করেন, পারভীন আক্তার উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত কাউখালী।