বুধবার, ২১ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
প্রতিনিধি ; মোঃ নুরুজ্জামান খোকন ;
পিরোজপুরের কাউখালী উপজেলায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অদ্য ১০মার্চ সোমবার উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট ও হাওলাদার হাটে অবস্থিত দুইটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে, শান্তা ফার্মেসী ৫ হাজার টাকা ও মেসার্স নাহিদ ফার্মেসী ১ হাজার টাকা মোট ৬ হাজার টাকা প্রতিষ্ঠানের মালিককে সতর্কতা সহ জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন কাউখালী উপজেলা কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। এ সময় কাউখালী থানা পুলিশের একটি টিম পরিচালনায় সহযোগিতা করেন। এ বিষয়ে সুদীপ্ত দেবনাথ বলেন,যে ঔষধ মানুষের জীবন রক্ষা করে, অসুস্থতায়-সুস্থ হতে সহযোগিতা করে,অথচ সেই ঔষধ আবার মানুষের জীবন কেড়ে নেয়। তখনই যখন ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বিষে পরিণত হয়। তিনি আরো বলেন সিয়াম মাসে সকল জনসাধারণের শারীরিক সুস্থতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।