বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)
পিরোজপুরের কাউখালী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ ও লোন গ্রহনের মাধ্যমে একজন সফল উদ্যোক্তার হাঁস-মুরগির খামার পরিদর্শন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
গতকাল ২৬ আগষ্ট(মঙ্গলবার) বৈকাল ৫ ঘটিকার সময় উপজেলার ৪নং ইউনিয়নের বেকুটিয়া গ্রামের উদ্যোক্তা হাফিজা আক্তার,স্বামী মোঃ মিজানুর রহমান হাওলাদার এর নিজস্ব বাড়িতে গড়ে তোলা হাঁস মুরগির খামার “হাফিজা পোল্ট্রি ফার্ম” পরিদর্শন করেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন। এসময় তার সাথে ছিলেন শ্যামল কৃষ্ণ হালদার,সরকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। মোঃ মজিবুর রহমান তালুকদার,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাউখালী।
উদ্যোক্তা হাফিজা আক্তার গত ২২.০৫.২০২৩ থেকে ২০.০৬.২০২৩ পর্যন্ত ১মাস মেয়াদী পিরোজপুর জেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন। অতঃপর প্রশিক্ষণ শেষে নিজেকে স্বাবলম্বী করতে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে সরকারি নিয়ম অনুযায়ী প্রথম দফায় ৬০ হাজার টাকা ঋণ নিয়ে হাঁস-মুরগি পালন শুরু করলে লাভবান হওয়ায়,ঋণের টাকা সময় মত পরিশোধ করেন। পরবর্তীতে উক্ত প্রকল্প সম্প্রসারণের জন্য দ্বিতীয় দফায় ২লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করলে সেই অর্থ দিয়ে হাঁস মুরগি পালনের জন্য তিনটি সেটঘর তৈরি করে হাঁস মুরগি বর্ধিত করেন।
বর্তমানে হাফিজা আক্তারের প্রকল্পে ২০০টি হাঁস ও ১২০০টি লেয়ার মুরগি আছে। হাফিজা আক্তার বলেন,যুব উন্নয়ন কর্তৃক সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এবং সল্প হাড়ে ঋণ নিয়ে হাঁস-মুরগি পালন করে আমি লাভবান হয়েছি। একজন উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে বেকারত্ব দূর করে সার্থক মনে করি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন বলেন, সরকার যুব উন্নয়ন কর্তৃক জেলা ও উপজেলায় বিভিন্ন সময়ে ১৮ থেকে ৩৫ বছর যুবক-যুবতীদের বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকে। পরবর্তীতে আগ্রহী উদ্যোক্তাদের ঋণ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় হাফিজা আক্তারের হাঁস-মুরগি খামার প্রকল্পের পরিদর্শন।