সোমবার, ২৮ Jul ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি,
রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় জনগণ উল্লেখ করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি সোমবার এক সাক্ষাৎকারে বলেন, “ইতিবাচক রাজনীতির বিকল্প নেই” বর্তমানে রাজনৈতিক অস্থিরতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ছে,এ বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ থাকাটা অস্বাভাবিক নয়। দেশের রাজনীতিতে এখনো পুরোপুরি ঐক্য দেখা যাচ্ছে না। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে যথেষ্ট টানাপোড়েন দৃশ্যমান হয়ে উঠেছে। তরুণ রাজনীতিবীদ মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থেই জনগণের জন্য কাজ করবে বলে মনে করেন। এমনকি সব দল এবং দলের নেতারা সহনশীল হবেন ও সংযত হবেন। অতীত বা বিগত দিনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশবাসীর কল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় উদ্যোগী হবেন। যাতে করে দেশ স্বাভাবিক গনতান্ত্রিক ধারায় চলতে পারে। এ ছারাও রাজনীতিতে প্রতিহিংসা এবং পারস্পরিক টানাপোড়ন যত কমিয়ে আনা যাবে ততই দেশ ও জাতির মঙ্গল হবে। দেশে কোন অপশক্তি মাথাচাড়া দেওয়ার মতো অবস্থা ভবিষ্যতে সৃষ্টি না হয়। যথাযথ রাস্তায় হাঁটতে না পারলে কোনভাবেই দেশে ইতিবাচক রাজনীতির সূত্রপাত হবে না বলে মনে করেন।