শুক্রবার, ০৪ Jul ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি,
জুলাই ছাএ জনতার আত্মত্যাগে এক অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেছেন, গন অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সে সকল শহীদদের মনে রাখার প্রধান ধাপ হলো এমন বাংলাদেশ গঠন করা যেখানে নতুন করে কোন ফ্যাসিবাদ চেপে বসতে না পারে।
তরুণ এ রাজনীতিবিদ বলেন, জুলাই আগষ্ট অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে গনতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। এটি ছিল ছাএ জনতার অদম্য সাহস, একতা এবং আত্মত্যাগে এক অবিস্মরণীয় অধ্যায়। বুধবার এক সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, জুলাই অভ্যুত্থান শুধু ইতিহাসের ঘটনা নয়। এটি একটি চলমান প্রেরণা। আমাদের নিশ্চিত করতে হবে যে, এই আন্দোলনের অর্জনগুলো যেন রক্ষা পায়। গনতন্ত্রের যে বীজ রোপিত হয়েছে তাকে সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো শক্তিশালী করতে হবে। মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, গনতন্ত্র একটি রাষ্ট্রের প্রান। এবং ভোটাধিকার তার মূল ভিত্তি। মানুষের এই মৌলিক অধিকার যখন সংকুচিত হয় তখন জনগণের মধ্য থেকে উঠে আসে প্রতিবাদ, প্রতিরোধে এবং প্রয়োজনে অভ্যুত্থান। পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই। আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের সকল গনতন্তিকামী রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলার জনগণ।