শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পূজা মন্ডবগুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা কান্ত বাবু, সাধারণ সম্পাদক বিরেন্দ্র নাথ বর্মনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও আনসার বাহিনীর সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় জানায়, বরাবরের মতো এবারও উপজেলার সাতটি ইউনিয়নে ৯টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ পূজা উৎযাপন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপনের লক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ, সকল দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ সুষ্ঠ ভাবে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সাথে সকলে ঔক্যবদ্ধ হয়ে চলমান পরিস্থিতিতে দুর্গাপুজাকে শৃঙ্খলার মধ্যে দিয়ে শান্তিপুর্ণ ভাবে পালন করার লক্ষে একত্বতায় মত প্রকাশ করেন।