বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান
এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভাপতি বলেন উপজেলার সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষিত রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহিন
রেজা, প্রভাষক মোঃ মনিরুজ্জামান মনির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ মোঃ
আশরাফুজ্জামান, মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রতন কুমার মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম. হান্নান, জামায়াতে ইসলামী বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আমির মোঃ আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ’আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, মুফতি মোঃ মকলেছুর রহমান, শ্রী শংকর কুমার সরকার, হাফেজ মো: জাহিদুল ইসলাম প্রমুখ। উক্ত সম্প্রীতি সভায় উপজেলার
১০ ইউনিয়নের চেয়ারম্যান,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১শ ৫৮টি পূজা মন্ডপে হিন্দু ধর্মের সর্ববৃহৎ আসন্ন শারদীয় দুর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ যে, সম্প্রীতি সভা শেষে উপজেলার ১শ ৫৮টি দুর্গা পূজা মন্ডপের সভাপতিদের হাতে ৫শ কেজি
চাউল (জিআর) এর ডিও লেটার তুলে দেওয়া হয়।