মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:২২ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ ইসলামিক ফাউণ্ডেশনে জুলাই গণঅভ্যুত্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ০৪ আগস্ট ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয় কর্তৃক নওগাঁ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ মোঃ মারুফ রায়হান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার,সকল উপজেলার ফিল্ড সুপারভাইজার, মডেল ও সাধারণ কেয়ারটেকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং সম্মানিত আলেম-ওলামা ও প্রকল্পের শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামানা করে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মাওলানা রিজওয়ান আহসান।