সোমবার, ০৭ Jul ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
অদ্য ১৪ মে, বুধবার, দূপুর ১২ ঘটিকার সময় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে “প্রতিবাদ মিছিল ও সমাবেশ” অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন স্বরূপকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তুষার আমিন অপু ও সাধারণ সম্পাদক মোঃ সিফাত। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি স্বরূপকাঠি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ হতে শুরু করে মিয়ারহাট বন্দর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।