বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
৯ সেপ্টেম্বর(মঙ্গলবার) পিরোজপুর সদর উপজেলা মৎস্য অফিসার কার্যালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সরকারি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য অফিসার সঞ্জীব সন্নামত,পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, পিরোজপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ, সদর উপজেলা কৃষি অফিসার শাখাওয়াত হোসেন,বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পিরোজপুর জেলা সভাপতি তারিকুল ইসলাম নজিবুল,জেলা মৎস্যজিবী দলের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল জব্বার ভুট্টো, জেলা প্রেসক্লাব, পিরোজপুরের সাধারন সম্পাদক এস এম আবু জাফর,
সাংগঠনিক সম্পাদক মো: শাহিন ফকির
প্রমুখ। এসময় জেলা মৎস্য অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করেন। এছাড়াও সর্বমোট ১৯ টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।