শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪:০০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ইলিশ মাছের সহনশীল দাম নির্ধারণ এবং বিষ প্রয়োগে মাছ নিধন প্রতিরোধের বিষয়ে স্থানীয় আড়ৎদার, খুচরা বিক্রেতা, মাছ ব্যবসায়ী ও মৎস্যজীবীদের সাথে আলোচনা করা হয়। পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এস.এম.আল-আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, সিনিয়র সহকারী পরিচালক আব্দুল মান্নান আকন্দ, সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সতু বিশ্বাস, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল প্রমূখ, বক্তারা বলেন – কীটনাশক ডিলারদের কে বলেছেন যারা কীটনাশক কিনতে আসবে তাদের নাম ঠিকানা লিখে রাখবেন এবং এক কপি আইডি কার্ড সংগ্রহ করবেন, যাতে করে কেহ অবৈধভাবে বিষ ক্রয় করে খালে নদীতে বিষ প্রয়োগ করে মাছ মারতে না পারে, বক্তারা আরো বলেন -ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বিশ্বে ইলিশ উৎপাদনের শতকরা ৭৫ ভাগই আহরণ করে বাংলাদেশ, ৯ ইঞ্চির ছোট আকারের ইলিশ জাটকা নিধন বন্ধ রাখা গেলে তা কোনো পরিচর্যা ছাড়াই দ্রুত বেড়ে উঠে একটি পূর্ণ আকারের ইলিশে রূপ নেয় এবং এর একেকটির ওজন হতে পারে দুই কেজি বা তারও ঊর্ধ্বে তাই ঝাটকা মাছ ধরা বন্ধ করতে হবে,