বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান; ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের; দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন; পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ; মনিয়ারি ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত;

বেলকুচিতে একই জমির দাবিদার দুইজন, মিমাংসার লক্ষ্যে আদালতে মামলা;

মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ বেলকুচি মূল কান্দি দশকাদা গ্রামে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
রেজাউল মোল্লা বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেছে, ১/ মো: আব্দুল সালাম ফকির (৬০) মৃত মুনো ২/ মো: মানিক সরকার (৪৫) মৃত মজিদ সরকার ৩/ সাখাওয়াত (৬৫) পিতা আকবর মোল্লা সর্ব সাং গ্রাম বড়ইতলা ৪ / কামিরুল সরকার (৬০) পিতাঃ মৃত তমছের আলী সরকার ৫/ আবু হেনার ফকির (৪০) পিতা মৃত আবেদিন ফকির
উভয় সাং মুলকান্দি দশ খাদা ৬/আব্দুল সামাদ মৌলভী( 60) পিতা মৃত জুরান মুন্সি জিধুরি উত্তর পাড়া এই ৬জনের নামে অভিযোগ করা হয়।
তফসিল ভূমির বিবরণ : সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা মৌজা তৌজি ২৬ , ডিএস খতিয়ান নম্বর ১৫৮, এস এ খতিয়ান নম্বর ১৭১, দাগ নম্বর (১২২৭/ ১৪২২/১৪৭৬) মোট জমির ১৫৬ শতাংশ দাবি ভূমি বটে। রেজাউল মোল্লা বলেন, আমাদের পূর্বপুরুষ হতে এই জমি বোগ দখল করে আসছি। আমাদের জমির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও বিবাদী অত্যন্ত দুর্দান্ত দাঙ্গাবাজ পর সম্পত্তিলোবি ব্যক্তি। এ জমি আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। আমার পিতা জীবদ্দশায় নিম্নতশিল বর্ণিত সম্পত্তি গত ১৬/০৭/১৯৬৪ সালের উল্লাপাড়া এস আর অফিসে ১২৫ /১৯৬৪ নং দলিল মূলে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবত ভোগ করিয়া আসিতেছি। উক্ত সম্পত্তিতে বাশ ঝাড় ইউ কালেক্টর গাছ রোপন করা হয়েছিল। কিন্তু গত ২০/১০/২৫ ইং শনিবার সকালে বিবাদীরা লাঠি সোটা নিয়ে আমার গাছ তুলে নিয়ে যায়। ঘটনার সাক্ষী ১/মো: ইসমাইল হোসেন মোল্লা পিতা: মৃত জসিম মোল্লা,২/ সুরুত মোল্লা পিতা মৃত হাসেন মোল্লা ৩/ মোহাম্মদ ফরহাদ আলী পিতা: বদিউজ্জামান ৪/ সোহেল পিতা মোঃ সুরুত মোল্লা সর্বসং বেলকুচি চর সিরাজগঞ্জ।
আসরাফ বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে দেখি হইহই লাগছে আমি বাড়ি থেকে বের হয়ে দেখলাম কিছু ব্যক্তি গাছগুলো তুলে নিয়ে যাচ্ছে। জমিগুলো অনেক বছর হল চাষাবাদ করে খায় রেজাউল ।
সাবেক মহিলা মেম্বার বলেন, বিগত অনেক বছর হল এই জমিটা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে দখল করে আসছি এবং কাগজপত্র আছে। কিন্তু আব্দুল সালাম মানিক সরকার কামরুল সরকার আবু হেনা ফকির আব্দুস সামাদ মৌলভী আমাদের জমিটা করতে চায়। আমরা নিরুপায় হয়ে সিরাজগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেছি। আইনের দিকে শ্রদ্ধা রেখে বলছি সুষ্ঠু তদন্ত করে যার জমি প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হোক। এ বিষয়ে সালাম ফকির বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনেকবার সমাধান করার দরবারের ডেট দেয় কিন্তু তারা কাগজপত্র দেখাতে পারেনা বিধায় কোর্টে মামলা করেছে। এখন যা করার কোর্টে হবে।
যে কাগজপত্র দেখাতে পারবে তাকেই কোর্টে থেকে রায় দিবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার