মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
মো: সোহরাওয়ারদী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি থানার নবাগত ওসি মোঃ শহিদুল ইসলাম এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে নবাগত ওসি মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমি এই বেলকুচি থানায় নতুন যোগদান করেছি, এই উপজেলায় সবকিছুই আমার অপরিচিত, তাই উপজেলার সার্বিক বিষয়ে সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পণ বা আয়না স্বরূপ, আপনারা যে নিউজ পেপার পত্রিকা, অনলাইন ও টেলিভিশনে প্রচার করবেন সেই নিউজ শুধু বেলকুচি উপজেলা নয়, সারা বিশ্ববাসী দেখবে, এজন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে থাকতে হবে সঠিক তথ্য, তাই এলাকার অজানা তথ্যের রহষ্য উদঘাটন করে সঠিকভাবে বিশ্লেষণ করে ন্যায়-অন্যায়, সমাজে খুন খারাপি, অন্যায়ভাবে জোরপূর্বক দখলদারী, মাদক কারবারি, ধর্ষণ, অর্থ পাচারকারী, ঘুম খুন রাহাজানি লুটপাট যাবতীয় বিষয় লিখুনির মাধ্যমে উপস্থাপন করে সমাজের সামনে তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর নামই বিবেকবান সাংবাদিকতা।
আপনারা সাংবাদিক আমরা প্রশাসন তাই আমরা একে অপরের পরিপূরক হয়ে তথ্য আদান-প্রদানের মাধ্যমে উপজেলা থেকে মাদক নির্মূল সহ অন্যায় অবিচার রাহাজানি লুটপাট খুন খারাপি, দখলদার, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে পদক্ষেপ থাকবে জিরো টলারেন্স।
২৫শে আগষ্ট সোমবার দুপুরে বেলকুচি থানা অফিসার ইনচার্জ অফিস কক্ষে মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সহসভাপতি মোঃ আতিকুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, কার্যকরী সদস্য মোঃ তারেক আরফান, কার্যকরী সদস্য মোঃ রানা সরকার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।