বুধবার, ২১ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টার ;
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসারে কোরআন মুফতি আমির হাফজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মঠবাড়িয়া উপজেলা ইসলামী পাঠাকার ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীদের উপস্থিতিতে মাহফিলের মাঠ জনসমুদ্রে পরিনত হয়। ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের সভাপতি এবং মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর – সহকারী অধ্যাপক শরীফ মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির সুযোগ্য পুত্র পিরোজপুর – ২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী শামীম বিন সাঈদী, মঠবাড়িয়ার কৃতি সন্তান লন্ডন প্রবাসী হাফেজ মাওলানা আবু তৈয়ব ,ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ জালাল, ইমাম ও খতিব দক্ষিণ বন্দর জামে মসজিদ, মঠবাড়িয়া!