শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি,মঠবাড়ীয়া।
পিরোজপুরের মঠবাড়ীয়ায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ( রুহুল আমিন দুলাল অনুসারী) কর্তৃক ৭ নভেম্বর,২০২৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালী ও আলোচনা সভা আজ রবিবার ( ৯ নভেম্বর,২০২৫) বিকাল ৪.০০টায় শহীদ মিনার প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান মিজান এর সন্চালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন ফরাজী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক মো: নজরুল ইসলাম খান।আরও উপস্হিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সফল সদস্য সচিব ও সাবেক ভিপি সাইদুল হক কিসমত,মঠবাড়ীয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো: শামীম মিয়া মৃধা, মঠবাড়ীয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল প্রমূখ।আলোচনা শুরুর পর পরই বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড হতে হাজার হাজার নেতাকর্মীর উপস্হিতিতে জনসমুদ্রে পরিনত হয়। সভায় বক্তারা সকলেই ৭নভেম্বর দিবসের তাৎপর্য ও আগামী সংসদ নির্বাচনের ধানের শীষ প্রার্থীকে বিজয় করার কাজ করার জন্য আহবান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকলকে ঐক্যবদ্ব হতে হবে। মঠবাড়ীয়া আসনটি হতে ২০০১ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা: রুস্তম আলী ফরাজী ধানের শীষ হতে নির্বাচিত হলেও দলের জন্য কোন কাজ করে নাই। দীর্ঘ ১৭ বছর পর এবারের নির্বাচনে তারেক রহমান বিএনপির ত্যাগী নেতা রুহুল আমিন দুলাল কে মনেনয়ন দিয়েছেন। জিয়ার আদর্শের সৈনিকদের সকল ভেদাভেদ ভুলে কাজ করার জন্য এবং বিএনপির ধানের শীষ প্রার্থীকে বিজয় করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এ আসনটি উপহার দেয়ার জন্য আহবান জানান। সভা শেষে হাজার হাজার নেতাকর্মী বিশাল এক র্যালী শহীদ মিনার হতে শুরু করে হাইস্কুল হয়ে দক্ষিণ বন্দর হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।