বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি।
সারাদেশে ডেঙ্গুরোগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মঠবাড়ীয়া বিএনপি কর্তৃক ডেঙ্গু প্রতিরোধে র্যালী ও সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করেন। আজ শুক্রবার (১১ জুলাই,২৫) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক সহ: আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ,আর মামুন খান এর নেতৃত্বে এক র্যালীর আয়োজন করেন। র্যালীতে মঠবাড়ীয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল ও বিএনপি নেতা অহিদুজ্জামান মিল্টনসহ বিএনপি নেতা ও কর্মী এবং স্হানীয় সচেতন ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। উপস্হিত নেতৃবৃন্দ বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী এ,আর মামুন খান সারাদেশে এডিস মশার উপদ্রবে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্বি পাওয়ায় আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে ডেঙ্গুপ্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে র্যালীর আয়োজন করা হয়েছে। তিনি সকলকে এডিস মশার বংশ বিস্তার প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।