মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
মোা: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি;
আওয়ামী দু:শাসনের যাতাকল হতে বাঁচার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামের সর্বশেষ জুলাই,২৪ ছাত্র জনতার গনঅভ্যুথানে ৬আগষ্ট,২৪ স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ১বছর পূর্তী উপলক্ষে আজ মঙ্গলবার (৬আগষ্ট, ২০২৫) বিএনপি ও জামাতে ইসলামী কর্তৃক পৃথক পৃথক বিজয় র্্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপি উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্নাঢ্য র্যালী মঠবাড়ীয়া বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্মে শেষ হয় এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্ম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সফল অর্থ সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। সভাপতিত্ব করেন পৌর বিএনপি এর নব নির্বাচিত সভাপতি মো: জসিম উদ্দিন ফরাজী। সভায় উপস্হিত ছিলেন পৌর বিএনপি’ নির্বাচিত সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান। বিকাল ৩.০০টায় শহীদ মিনার প্রাঙ্গণ হতে উপজেলা বিএনপি এর ব্যানারে পৃথক একটি আনন্দ র্যালী বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মিল্টন এর সন্চালনায় বক্তব্যে রাখেন, মঠবাড়ীয়ার জননন্দিত মেতা,কর্মী বান্দব, এক সময়ের তুখোর ছাত্র নেতা পৌর বিএনপি’র সাবেক আহবায়ক আলহাজ্ব কে,এম হুমায়ুন কবির,পৌর বিএনপি এর নবনির্বাচিত সভাপতি মো: জসিম উদ্দিন ফরাজী, বেতমোর রাজপাড়া ইউনিয়ের সাবেক চেয়ারম্যান, বিএনপি’র কৃষকদলের সভাপতি ফেরদৌস রুম্মান, মঠবাড়ীয়া উপজেলা বিএনপি এর আহবায়ক মো: শামীম মিয়া মৃধা,উপজেলা বিএনপি’র সদস্য সচিব,সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক বাদল প্রমূখ। বক্তরা সকলেই বিএনপিকে সংঘঠিত করে সন্তাস, চাঁদাবাজীর উর্ধ্বে রেখে আগামী নির্বাচনে বিএনপি কে রাষ্ট্রীয় ূায়িত্ব নেয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য জনগণের মাঝে কাজ করার আহবান জানান। অপরদিকে সকাল ৯টায় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জামাতে ইসলামী, মঠবাড়ীয়া কর্তৃক বিজয় র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় প্রদান অতিথি ছিলেন উপজলো জামাতে আমীর অধ্যাপক শরীফ আ: জলিল ও সভাপতিত্ব করেন পৌর জামাতে আমীর মীর আ: মালেক। আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা জামাতে আমীর,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১২৮ পিরোজপুর -৩ এর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শরীফ আ: জলিল। পৌর জামাতে আমীর মীর আ: মালেক, উপজেলা জামাতের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জামাতের উপজেলা যুব বিভাগের সভাপতি মো:তারিকুল ইসলাম তারিক প্রমূখ। বক্তরা আগামী মির্বাচনে জামাতে ইসলাম রাষ্ট্রীয় দায়িত্ব পেলে ইসলামী নিয়মকানুন মোতাবেক দেশ পরিচালনা করবেন । উপজেলা জামাতে আমীর শরীফ আ: জলিল ৭দফা দাবী জনগণনের সামনে তুলে ধরেন।