শনিবার, ১৯ Jul ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে ‘তেঁতুলিয়া সচেতন নাগরিক কমিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার দুপুরে তেঁতুলিয়ার চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফ। বক্তব্য রাখেন শিক্ষানবিস আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হায়দার, সোহরাব হোসেনসহ অন্যরা।
বক্তারা জানান, ১৯৮৭ সালে ভুমিকম্প জরিপের মাধ্যমে শালবাহান তেল খনি আবিষ্কৃত হয় এবং ১৯৮৯ সালে সেখানে তেল উত্তোলন শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। ফ্রান্সের ‘ফরোসল’ নামের একটি বিদেশি কোম্পানি ৮ হাজার ফুট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যাসার্ধের কূপ দিয়ে তেল উত্তোলন শুরু করে। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং কোম্পানিটি সব কার্যক্রম গুটিয়ে চলে যায়। বক্তারা অভিযোগ করেন, ভারতের জলপাইগুড়ির রায়গঞ্জ থানার জমাদার পাড়া এলাকায় ওই কোম্পানি পরে খনন কাজ চালায় এবং সেখানে থেকে তেল উত্তোলন চলছে বলেও দাবি করেন তারা। তারা বলেন, কেন হঠাৎ করে শালবাহান খনি বন্ধ হয়ে গেল—এ বিষয়ে সরকারের তদন্ত করা প্রয়োজন। দ্রুত উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে তেঁতুলতলায় গিয়ে শেষ হয়।