সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
আজম খান ;স্টাফ রিপোটার;
আজ শাহজাদপুর উপজেলা সিএনজি ধর্মঘটের ফলে থানা ঘাট ব্রিজ সহ সদর কেন্দীক প্রায় তিন কিলোমিটার রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। তিন চাক্কার সিএনজি চাকলগণ অভিযোগ করে বলেছেন তাদের শাহজাদপুর উপজেলায় ডুকতে না দেওয়ায় ন্যায্য অধিকার আদায়ে এ ধর্মঘট ডাকা হয়েছে। সিএনজি চালকদের দাবী রাজশাহী জেলা শহর গুলোতে ইজিবাইক চলে আর শাহজাদপুর উপজেলা শহরে কেনো সিএনজি চালাতে পারব না?
এতে করে ভোগান্তিতে পড়েছে নানা পেশার অসহায় ভুক্তভোগী সহ চাকুরী জীবি ব্যবসায়ী স্কুল কলেজের ছাত্র ছাত্রী হসপিটালের রুগী সহ রাস্তা পারাপার হওয়া মানুষজন। একজন মা তার চেলে মেয়ে রিক্সা যোগে তাদের সন্তান কে নিরাপদে স্কুলে দিতে যাবার পথে জ্যামে আটকে পড়ে থাকেন এক ঘন্টা প্রায়। এমন অভিযোগ আরো বিভিন্ন নিরীহ পথচারীদের।
জেলা প্রশাষকের দৃষ্টি আকর্ষণ করে বলছি এ জ্যাম হর হামেশাই প্রতিনিয়ত দেখা যাচ্ছে? থানা ঘাট ব্রিজের দু”পারের পথচারীদের ভোগান্তি দেখার কেউ নেই।
ভুক্তভোগীদের দাবী প্রশাসনিক ভাবে এ সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।