শনিবার, ১৯ Jul ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া এলাকায় অবস্থিত রাজকন্যা শপিং কমপ্লেক্স অর্জন করেছে ISO 9001:2015 আন্তর্জাতিক সার্টিফিকেশন। গ্রাহকসেবা, ব্যবস্থাপনা ও মাননির্ভর কাঠামোর কারণে প্রতিষ্ঠানটি এই স্বীকৃতি লাভ করে। শনিবার (১৯ জুলাই) চট্টগ্রামে ADVANCY অফিসে আয়োজিত অনুষ্ঠানে রাজকন্যার কর্ণধার আমির হোসেন আজাদের হাতে সনদটি তুলে দেন ADVANCY Certification UK Ltd.-এর বাংলাদেশ প্রতিনিধি আলমগীর হোসেন মিল্কি।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ আকরাম গনি, আলহাজ্ব সোহরাব হোসেন ও রেজাউল করিম।
আমির হোসেন আজাদ বলেন, “এই অর্জন প্রমাণ করে, আমরা মানের প্রতিনিধিত্ব করছি। আমাদের লক্ষ্য ছিল ‘যথার্থ মান’ আজ সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো।”