সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান; ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের; দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন; পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন;

সন্দ্বীপে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, সেবা বঞ্চিত জনসাধারণ ;

স্টাফ রিপোর্টার : হাফিজুর রহমান হাবিব

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কমিউনিটি ক্লিনিক প্রায়ই তালাবদ্ধ অবস্থাতেই রয়েছে।এতে করে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার জনসাধারন। অভিযোগ উঠেছে কমিউনিটি ক্লিনিক প্রতিদিন ৬ ঘন্টা খোলা থাকার কথা থাকলেও সেটি সাপ্তাহে ১দিন ও খোলা থাকে না।এদের মধ্যে বাউরিয়া মোস্তাফিজুর রহমান কমিউনিটি ক্লিনিকটি প্রায় বন্ধ থাকার অভিযোগ রয়েছে।এমনকি টাকার বিনিময়ে ঔষধ দেয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। কর্মরত স্বাস্থ্য সহকারি ও হেলথ কেয়ার প্রোভাইডার অফিস ফাঁকি ও কর্তব্য অবহেলা ফলে সরকারি চিকিৎসা না পেয়ে প্রতিদিনই ফিরে যেতে হচ্ছে রোগীদের।
অভিযুক্ত কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র নাম মোঃ সোহেল। অভিযোগের বিষয়ে ৮ মার্চ (শনিবার) সরেজমিনে গিয়ে তাঁকে পাওয়া যায়নি । মোবাইল ফোনে যোগাযোগ করেও কথা বলা যায়নি। এতে করে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাউরিয়া ০৮ নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত জেলাপাড়া ও বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা। এখানে নারীদের গর্ভকালীন, প্রসবকালীন, শিশুস্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার কথা। কিন্তু ক্লিনিকটি বেশিভাগ সময় বন্ধ থাকায় এলাকাবাসী পড়েছে বিপাকে।এসময় সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায় ৫৫ বছর বয়সী দুইজন নারীকে। ক্লিনিকের বিষয়ে কথা হলে তাঁরা জানান, ‘টানা দুই দিন এসেছি। দুই দিনই ফিরে যেতে হয়েছে। যদি ক্লিনিক বন্ধই থাকে তাহলে এর দরকারটা কি।’
তাঁরা আরও বলেন, ‘ক্লিনিকটি এতে দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা লোকজন হতাশ হয়ে ফিরে যান।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার না থাকলে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা সেখানে সপ্তাহে ছয়দিন কাজ করার কথা।
একইদিন সাড়ে দশটায় উপজেলার হারামিয়া কমিনিউটি ক্লিনিক পরিদর্শনে গেলে বন্ধ পাওয়া যায়। দায়িত্বরত সিএইচসিপি ইকবাল হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।, যদিও সপ্তাহে ছয় দিন খোলা থাকার কথা।বেলা এগারটায় কাছিয়াপাড় কমিনিউটি ক্লিনিকও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস বলেন, ইকবাল ছুটিতে আছে সোহেল ছুটিতে নেই। বিষয়টি নিয়ে অফিসিয়ালি ব্যবস্থা নেয়া হবে। তাঁর কাছে ছুটিতে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কোন কমিনিউটি ক্লিনিক বন্ধ রাখা যাবে না। ছুটির ক্ষেত্রে স্বাস্থ্য সহকারীর মাধ্যমে হলেও কমিউনিটি ক্লিনিক খোলা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার