বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগের ইউনিয়ন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ; আত্রাইয়ে জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন; সমাজকল্যান পরিষদের প্রশিক্ষণ কর্মসূচির ২৫তম ব্যাচে মাকসৃ’র দুই প্রতিনিধি অংশগ্রহণ; মে মাস যুবক পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ; মোংলায় মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির; বেসরকারী উন্নয়ন সংস্থা যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের বিকে টাওয়ার পুনঃ উদ্ধারের আন্দোলন;; কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালন; মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ; নওগাঁতে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল; বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন; মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ; আত্রাইয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা; পিরোজপুরে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা; মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা; “বাইক” পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; নওগাঁয় একটি পরিবারের দাপটে পুরো গ্রামের মানুষ অতিষ্ট  ; নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন ; কোস্টগার্ড’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা; তারুণ্যের সমাবেশ সফল করতে মোংলায় যুবদলের প্রচার মিছিল;

সমাজকল্যান পরিষদের প্রশিক্ষণ কর্মসূচির ২৫তম ব্যাচে মাকসৃ’র দুই প্রতিনিধি অংশগ্রহণ;

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত “সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ২৫তম ব্যাচে গৌরবজনকভাবে অংশগ্রহণ করেছেন সন্দ্বীপের স্বেচ্ছাসেবী সংগঠন মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ-এর দুই উদ্যমী প্রতিনিধি—জাহেদুল ইসলাম শিহাব ও মাশরুর কামিল তকি।
রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে ১৭ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় এই জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সমাজকর্মীদের মিলনমেলায় শিহাব ও তকি শুধু অংশগ্রহণই করেননি, বরং সন্দ্বীপের প্রতিনিধিত্ব করে তুলে ধরেছেন তাদের সংগঠনের গঠনমূলক কার্যক্রম, সমাজ উন্নয়নের রূপরেখা ও যুবসমাজকে সম্পৃক্ত করার পরিকল্পনা। এই অংশগ্রহণকে সন্দ্বীপের সমাজকল্যাণমূলক অগ্রযাত্রার এক গর্বিত মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পর্যায়ের এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকর্মীদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে। এতে তারা আরও সংগঠিতভাবে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন। ১৯৮৫ সাল থেকে সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ। ১৯৯৬ সালে চালু হওয়া “মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি” বর্তমানে সন্দ্বীপের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রশিক্ষণের পরিসমাপ্তি ২১ মে সমপনী আয়োজন ও সনদ বিতরণের মাধ্যমে সম্পূর্ণ হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মোঃ মুখলেসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (প্রশাসন) ভবেন্দ্র নাথ বাড়ৈ। প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হারুনার রশীদ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তব্য রাখেন সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ মোহিবুল্লাহ এবং রূপক রায়। সমাপনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মুখলেসুর রহমান, গীতা পাঠ করেন সঞ্জীব কুমার দাস। সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন খুলনার দাকোপ উপজেলার এসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসট্রেসড ওয়েলফেয়ার-এর সভাপতি দীপ্তি রানী। প্রশিক্ষণার্থীদের অভিমত প্রকাশ পর্বে আবেগঘন বক্তব্য রাখেন পিরোজপুর জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি-র চেয়ারম্যান প্রফেসর আব্দুল জলিল আকন এবং ফেনীর সোনাগাজী উপজেলার সাহাপুর দুঃস্থ উন্নয়ন সংস্থা-র সভানেত্রী পারভীন আক্তার। এই প্রশিক্ষণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা শিখেছেন নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার নতুন মাত্রা।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার