রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজার তেঁতুলতলায় তেঁতুলিয়া প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সোহরাব আলী। এতে বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, সিপাইপাড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদুল ইসলাম, সাংবাদিক মোবারক হোসেন,সাংবাদিক আল আমিন,সাংবাদিক তরিকুল ইসলাম,সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক জুয়েল ও সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবিব, সাংবাদিক আহসান হাবীব, সাংবাদিক রবিউল ইসলাম রতন (NTV), সহ স্থানীয় ইলেকট্রিক, প্রিন্ট, অনলাইন মিডিয়ার কর্মরত সংবাদ কর্মীবৃন্দ ও সুধীজন। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, তেঁতুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।