শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন ; মঠবাড়ীয়ায় জাতীয় নাগরিক পার্টী’র (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মাহাদীর সাংবাদিক সম্মেলন; নওগাঁর শেখপুরা জামে মসজিদে মকতুবাদ শরীফের মাহফিল অনুষ্ঠিত; মঠবাড়ীয়ায় ধানের শীষের প্রার্থীর ওমরা হজ্ব শেষে শুভ আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ ; সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান; নওগাঁর আত্রাইয়ের দ্বিপ্চাদপুর উত্তর পাড়া জামে মসজিদে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; মোংলায় নবী দাবী করা যুবক আটক; ফসিল গ্যাস উত্তোলনের হার জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে; কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; এনসিপির ড. শামীম হামিদীর ‘নাগরিক সংযোগ’ কর্মসূচির উদ্বোধন; নওগাঁ-৬ আসনে আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী কর্মী মতবিনিময় সভা; ‘প্রবাসী ভিআইপি ক্লাব’ কর্তৃক বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন; আত্রাইয়ে আন্তঃকলেজ ফুটবল বিজয়ী দলের ওপর হামলা, প্রতিবাদ মিছিল; খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; কাউখালীতে দুর্বৃত্ত কর্তৃক বসতবাড়িতে অগ্নিকাণ্ড ; নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়; ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণের দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন; মাদারীপুর-২ আসনে গণজোয়ার: মিল্টন বৈদ্যের পক্ষে ঐক্যবদ্ধ জনতা; বোয়ালমারীতে নববধূকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা উপর যুবলীগের হামলায়;

স্মৃতির ডাকবাক্স: প্রযুক্তির যুগে আত্রাইয়ে চিঠির অপেক্ষা শেষ;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

“নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম”—গানের এই লাইন একসময় ছিল জীবনের বাস্তব চিত্র। নওগাঁর আত্রাই উপজেলার মানুষের সেই চিঠির অপেক্ষা এখন শুধুই স্মৃতি। একসময় প্রিয়জনের খোঁজে ডাকপিয়নের পথ চেয়ে থাকত মানুষ, আজ সেই দৃশ্য মুছে গেছে প্রযুক্তির স্রোতে। তথ্যপ্রযুক্তির যুগে ডাকঘরের প্রয়োজনীয়তা প্রায় হারিয়ে গেছে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইমেইল দখল করেছে একসময়কার হলুদ খামে মোড়ানো আবেগঘন চিঠির জায়গা। ফলে আত্রাই উপজেলা ডাকঘরসহ ২৪টি শাখা ডাকঘরে আর আগের মতো কর্মচাঞ্চল্য নেই। অনেক জায়গায় লাল ডাকবাক্স এখন ধুলাবালিতে ঢাকা বা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সিংসাড়া শাখার পোস্টমাস্টার মো. আব্দুল লতিফ বলেন, “সপ্তাহে কিছু সরকারি চিঠি এলেও ব্যক্তিগত চিঠি এখন প্রায় শূন্য।” একই কথা জানান নন্দনালী ডাকঘরের মো. ইকবাল সরদার, পাইকড়া ডাকঘরের শ্রী সঞ্জয় কুমার, হাট মোজাহারগঞ্জের মো. মহাসিন আলী ও মিরাটের মো. ফিরোজ শাহ। তাদের ভাষায়, “মাত্র সাড়ে চার হাজার টাকা সম্মানীতে সংসার চালানো কঠিন, তাই অন্য কাজও করতে হয়।”
গীতিকার ও সাহিত্যিক সালেকুল ইসলাম বলেন, “প্রযুক্তি আমাদের আবেগ কেড়ে নিয়েছে। চিঠির সেই সুবাস, সেই ভালোবাসা এখনকার বার্তায় পাওয়া যায় না। মায়ের অপেক্ষা বা প্রেয়সীর গোলাপসহ পাঠানো চিঠিগুলো এখন কেবলই গল্প।”
তবে পরিবর্তনের স্রোতে টিকে থাকতে ডাক বিভাগও এখন ডিজিটাল হচ্ছে। উপজেলা পোস্টমাস্টার মো. জালাল উদ্দিন জানান, “একসময় প্রতিদিন শত শত চিঠি আর লাখ টাকার লেনদেন হতো। এখন ব্যক্তিগত চিঠি হাতে গোনা, তবে আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছি। নগদসহ নানা ডিজিটাল সেবা চালু হয়েছে—মাত্র ৫ টাকায় ১ হাজার টাকা পাঠানো যায়, জীবন বীমা সুবিধাও রয়েছে।”
প্রযুক্তির অগ্রগতিতে চিঠির দিন ফুরিয়েছে বটে, কিন্তু সেই লাল ডাকবাক্স আজও জাগিয়ে রাখে এক যুগের মধুর স্মৃতি।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার