শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন ; মঠবাড়ীয়ায় জাতীয় নাগরিক পার্টী’র (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মাহাদীর সাংবাদিক সম্মেলন; নওগাঁর শেখপুরা জামে মসজিদে মকতুবাদ শরীফের মাহফিল অনুষ্ঠিত; মঠবাড়ীয়ায় ধানের শীষের প্রার্থীর ওমরা হজ্ব শেষে শুভ আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ; আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ ; সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান; নওগাঁর আত্রাইয়ের দ্বিপ্চাদপুর উত্তর পাড়া জামে মসজিদে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; মোংলায় নবী দাবী করা যুবক আটক; ফসিল গ্যাস উত্তোলনের হার জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে; কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; এনসিপির ড. শামীম হামিদীর ‘নাগরিক সংযোগ’ কর্মসূচির উদ্বোধন; নওগাঁ-৬ আসনে আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী কর্মী মতবিনিময় সভা; ‘প্রবাসী ভিআইপি ক্লাব’ কর্তৃক বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন; আত্রাইয়ে আন্তঃকলেজ ফুটবল বিজয়ী দলের ওপর হামলা, প্রতিবাদ মিছিল; খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; কাউখালীতে দুর্বৃত্ত কর্তৃক বসতবাড়িতে অগ্নিকাণ্ড ; নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়; ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণের দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন; মাদারীপুর-২ আসনে গণজোয়ার: মিল্টন বৈদ্যের পক্ষে ঐক্যবদ্ধ জনতা; বোয়ালমারীতে নববধূকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা উপর যুবলীগের হামলায়;

এনসিপির ড. শামীম হামিদীর ‘নাগরিক সংযোগ’ কর্মসূচির উদ্বোধন;

মোঃ আঃ কুদ্দুস খান,
মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি;

পিরোজপুর–৩ (মঠবাড়ীয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর মনোনয়ন প্রত্যাশী ড. শামীম হামিদী আজ আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)–এর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির নেতৃবৃন্দসহ যুবশক্তি, শ্রমশক্তি ও ছাত্রশক্তির নেতারা। তারা সমবেত দোয়ায় অংশ নেন এবং ড. হামিদীর আগামী রাজনৈতিক অভিযাত্রায় তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে তিনি মঠবাড়িয়ায় প্রবেশ করেন। সদরে পৌঁছালে সর্বস্তরের জনতা, তরুণ সমাজ এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন। এতে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসাহ–উদ্দীপনার পরিবেশ। এখান থেকেই তিনি নাগরিকদের প্রত্যাশা ও সমস্যাগুলো সরাসরি শোনার লক্ষ্যে “নাগরিক সংযোগ” কর্মসূচির প্রথম ধাপ শুরু করেন। এসময় ড. শামীম হামিদী বলেন,
“নতুন বাংলাদেশের রূপকল্প কেবল নীতিগত পরিবর্তন নয়; এটি একটি মানবিক, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক উন্নয়নের অঙ্গীকার।”তিনি শিক্ষা, কর্মসংস্থান বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন, কৃষি ও নদীনির্ভর অর্থনীতির পুনর্জাগরণ এবং প্রযুক্তিনির্ভর যুবউদ্যোগকে ভবিষ্যৎ মঠবাড়িয়ার প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সামনে রেখে তিনি আরও জানান যে, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি তরুণদের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতে চান—যাতে মঠবাড়িয়ার স্বপ্ন ও জনগণের দাবি জাতীয় সংসদে দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। বিকাল ৪টায় সাফা বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে তিনি মঠবাড়ীয়া দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হ্যান্ডবিল বিতরণ করেন। সকল নাগরিকের প্রতি তিনি বলেন,
“মঠবাড়িয়ার প্রত্যেক নাগরিক আমার শক্তি। শাপলা–কলি প্রতীকে আপনাদের সমর্থনই আমাদের উন্নয়নের কক্ষপথ নিশ্চিত করবে।”তিনি শান্তিপূর্ণ, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল নাগরিক রাজনীতির আহ্বান জানান।
এ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (NCP) মঠবাড়ীয়া উপজেলা শাখা। নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে “নাগরিক সংযোগ” কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার