শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলায় নারী শিক্ষার অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করল বড়শিমলা মহিলা কলেজ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ ও আবাসন সংকট নিরসনে কলেজটির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ভবনের ফলক উন্মোচন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামনুর রশিদ সিদ্দিক হিরু। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক অবকাঠামো মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই ভবনটি ছাত্রীদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করবে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারীসহ শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কলেজের সার্বিক উন্নতি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।