মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
মোঃ সায়েম মাতুব্বর
মাদারীপুর প্রতিনিধি–
মাদারীপুর জেলার ডাসারে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে ডাসার উপজেলা চত্বরে (১৭ মার্চ) সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯.৩০ ঘটিকায় শিশু সমাবেশ ও আনন্দ র্যালি ৯.৪৫ ঘটিকায় উপজেলা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।এতে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিভিন্ন ক্যাটেগরীতে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সায়েদুজ্জামান হিমু,ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার, মতিউর রহমান বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন মীর সুজন, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম কালু
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক সৈয়দ অনিক, এসময় আরো উপস্থিত ছিলেন,সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের শিক্ষক,ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সরকারী বেসরকারী, সাহিত্যশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক করেন,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহাগ,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফুল আলম লাহিদ,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, সৈয়দ আজিম উদ্দিন, সহ-সভাপতি পারভেজ সরদার,যুগ্ন সাধারন সম্পাদক শরীফ শাওন,সরিফ আশিক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে বাদ যোহর মিলাদ মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সময়ে প্রার্থনার আয়োজন করা হয়।