মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
মোঃ হাসমত আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার,চর গোপালপুর গ্রামের,”রানা, নামের এক ব্যক্তি কে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
২০/০৬/২৪ বৃহস্পতিবার সকালে ধূকুরিয়াবেরা ইউনিয়ন এর চর গোপালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়,এই গ্রাম দুই টি বাহামে পরিচিত বা পরিচালিত,এক বাহাম এক গ্রুপ দ্বারা পরিচালিত আর এক বাহাম তিন গ্রুপ দ্বারা পরিচালিত, ঘটনা ঘটেছে তিন গ্রুপ দ্বারা গঠিত বাহামে, তারা নিজেরাই নিজেদের মধ্যে কোন ঘটনা কে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করলে তার জের ধরে ঐদিন সকালে,,বিশা গ্রুপ এবং সাইদুল গ্রুপ এর মধ্যে, দেশীয় অস্ত্র, লাঠি সোঠা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে বিশা গ্রুপের রানা মিয়া, সাইদুল গ্রুপের লোকের,”ফলার আঘাত করে এতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মাঝে মৃত্যু বরণ করেন, এবং এই সংঘর্ষের সময় আরও ১০/১২ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত “ওসি আব্দুল বারিক” জানান , লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।