সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
পটুয়াখালি জেলা প্রতিনিধি
পটুয়াখালী ৮ বছরের শিশু ধর্ষনসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) সন্দা ০৭ টায় পটুয়াখালী মেডিকেল কলেজের ছাত্র, সাধারণ শিক্ষার্থি ও সর্বস্তরের জনগন আয়োজনে জেলা পরিষদ শিশু পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া” ‘ধর্ষকের ফাঁসি চাই’, ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘বিচারহীনতার সংস্কৃতি মানি না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন শহর।
এসময় বক্তারা বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমাদের দাবি, যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
কয়েক মাস ধরে দেশে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। এর মূল কারণ আইনশৃঙ্খলার অবনতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আইনশৃঙ্খলার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহন করুন।
বক্তারা আরো বলেন, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার করুন। না হলে আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। স্বাধীনভাবে চলাফেরা করা প্রত্যেক মানুষের নাগরিক অধিকার। আমাদের রাষ্ট্রকে এটি নিশ্চিত করতে হবে, যাতে আমাদের মা-বোনসহ সকল মানুষ নিরাপদ ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন।