বুধবার, ২১ মে ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
মো: সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী,
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহবান জানিয়ে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় প্রকল্প বাস্তবায়নের দাবীতে যমুনা বিধৌত বেলকুচি উপজেলার ভাঙ্গন কবলিত এলাকাবাসী প্রকল্পে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে মানব বন্ধন কর্মসূচি পালন করে।
রবিবার বিকেলে ১৮ই মে বেলকুচি সদর ইউনিয়ন বারো পাখিয়া, ছোট বেড়াখারুয়া, দশখাদা হাটখোলা যমুনা নদীর পশ্চিমপাড়ে এই মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধনে বেলকুচি ইউনিয়নে ভাঙ্গনের শিকার ভিটে মাটি হারা সহস্রাধীক বিভিন্ন শ্রেণী পেশা ও বৃদ্ধবয়সী নারী পুরুষ ও শিশু অংশ গ্রহণ করেন।
মানব বন্ধনে বেলকুচি সদর ইউনিয়ন ছোট বেড়াখারুয়া থেকে এনায়েতপুর পর্যন্ত চলতি শুষ্ক মৌসুমে নদী তীর রক্ষায় বাঁধ নির্মাণের দাবী জানান এবং অকারণে কাজ বন্ধ থাকায় অসংখ্য বাড়ি ঘর যমুনা গর্ভে বিলিন হয়ে গেছে, এমনকি নদীর তীরে কয়েকটি নৌকা বাধা ছিল রাতের আধারে ভাঙ্গন শুরু হয়ে নৌকার উপরে মাটি চাপা পড়ে পানির নিচে হারিয়ে গেছে বলে জানান তারা, এজন্য কাজে গাফিলতি ও বিগত দিনে বিভিন্ন প্রকল্পে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী জানান মানব বন্ধনের আয়োজনকারী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণ। বলেন এখনই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা না হলে অসহায় পরিবার গুলো হবে ভিটে ছাড়া, বেলকুচি সদর ও বড়ধুল ইউনিয়নের মধ্যে ২০টি প্রাইমারি স্কুল ৭০টি মসজিদ ৩টি হাইস্কুল ৩টি কবরস্থান ৮টি মাদ্রাসা ও ৮০ হাজার জনবসতি রয়েছে। তাই এদের কথা ভেবে তারাতাড়ি বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন জানিয়ে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক আবুল হাশেম সরকার, বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হেনা, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি সদস্য বাবলু, ইমান আলী সরকার, আইয়ুব আলী, আলী আশরাফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।