সোমবার, ৩০ Jun ২০২৫, ১০:২১ অপরাহ্ন
মোঃ নুরে আলম সিদ্দিকী
বিভাগীয় প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ কাশীরাম এলাকায় রেকর্ডিও রাস্তা বাদ দিয়ে ব্যক্তিগত রাস্তায় নির্মান হয়েছে ব্রিজ। আর এই রাস্তা দিয়েই উপার্জিত হচ্ছে কালো টাকার পাহাড়। তৈরি করতেছে অভিযুক্তরা আলিশান বাড়ি ও সম্পদ। বিগত সৈরাচারের আমলে দলীয় প্রভাব দেখিয়ে অবৈধভাবে নদীর বালু বিক্রি করে আসতেছেন কাশীরাম ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আওয়ামীলীগ কর্মী জিয়াউর রহমান। বন্য কবলিত এলাকাটিতে জন-মানুষের ভোগান্তি থাকলেও তার ক্ষমতার কাছে যেন সবাই ছিল অবুঝ শিশুর মত। কেউ প্রতিবাধ করার শক্তি রাখত না। সৈরাচার হাসিনা পালানোর পরেও থেমে থাকেনি তার এই অবাদ ব্যবসা। এলাকাবাসি তাদের ভোগান্তি দুর করার জন্য গত কয়েকদিন আগে সকলেই সম্মিলিতভাবে রেকর্ডিয় রাস্তাটি সংস্কার করার উদ্দোগ নেন। রাস্তা সংস্কারের কাজ শুরু হলে তারা বিভিন্নভাবে বাধা দিয়ে থাকেন। তারা এমনকি স্থানীয় প্রসাশনকেও নিজেদের আয়ত্বে নিয়েছে বলে এলাকাবাসির দাবী। এলাকাবাসী প্রসাশনের আশ্রয় নিলেও প্রসাশন তাদের পক্ষে কোন কথা আমলে নেন না বলে তারা জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য আবু হোসেন জানান, এলাকাবাসী যে রাস্তাটি সংস্কার করতেছেন সেটা সরকারী রেকর্ডিও রাস্তা। স্থানীয় একজন জানান যে, রেকর্ডিও রাস্তার বিকল্পে যে রাস্তাটি করা হয়েছে তাতে অনেক গরীব মানুষের জমি রাস্তাটিতে বদ্ধ হয়েছে। ফলে সেই অসহায় মানুষগুলো নিজের জমিতে চাষাবাদ করার সুযোগ না থাকায় অনেক কষ্টেই দিনানিপাত করছেন। তিনি আরও বলেন সৈরাচারের আমলে সরকারী সকল বাজেট এই রাস্তার জন্য ব্যায় করে তারা নদী থেকে বালুর উত্তোলনের এই কারবার চালিয়ে থাকেন। এখন সকলের দাবী সরকারের রেকর্ডিও রাস্তার সংস্কার করে গরীব এবং অসহায় মানুষদেরকে তাদের ভূ-দখলের কবল থেকে মুক্তি দেয়া আর জন সাধারণের জন্য উন্মুক্ত একটি পরিবেশ বান্ধব রাস্তা উপহার দেয়া।