শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে মিছিল অনুষ্ঠিত ; আত্রাইয়ে জামায়াতের ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে জামাতের মিছিল অনুষ্ঠিত; কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদক জব্দ; কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদক জব্দ; প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নয়নের হাতছানিতে এগিয়ে চলছে আত্রাই উপজেলা ; ঝিকরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ কারীর ফাঁসির দাবিতে মানববন্ধন; ঝিকরগাছায় জুলাই শহিদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ২০২৫ ইং; জুলাই পুনর্জাগরণ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত; আত্রাইয়ে কুরআন ও সালাত প্রতিযোগিতায় ওমরা হজ্বের সু্যোগ পেয়েছে তিন বিজয়ী; পিরোজপুর জেলা শহরে ক্যান্সার আক্রান্ত এক অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান; বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে গণ অধিকার পরিষদের মতবিনিময়; তেঁঁতুলিয়ায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে আম ও মেহগনি চারা বিতরণ ; কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে চারা বিতরণ ; বান্দাই খাড়া ব্রিজে আজ মনোমুগ্ধকর আবহাওয়া, প্রকৃতি উপভোগে ব্যস্ত মানুষজন; তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি মূলক মন্তব্যের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়নের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ; মঠবাড়ীয়ায় বিএনপি ও অংগসংঠনের নেতাকর্মীরা বর্তমান গুম,খুন,মব জাষ্টিজ,সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত; নিখোঁজ কে এম লতিফ ইনস্টিটিউশনের শিক্ষক নাসির উদ্দিনের লাশ উদ্ধার ; বান্দাইখাড়াতে ভাঙা রাস্তা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর;

মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান;

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

বন্দর ও পর্যটন নগরী মোংলার রেল স্টেশন হতে “মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা” দুটি আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে মোংলায় মানববন্ধন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় পৌরসভা চত্বরে আমরা মোংলাবাসী ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের সভাপতি পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মোঃ হাবিব মাষ্টার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক পৌর কাউন্সিলর আঃ কাদের, পর্যটন ব্যবসায়ী জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন’র মোঃ এমাদুল হাওলাদার, মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমুদ্র বন্দর ও পর্যটনকেন্দ্র হিসেবে মোংলা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল এবং সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেল সংযোগ অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে মোংলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তঃনগর রেল যোগাযোগ নেই। অথচ মোংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি-আমদানি বাণিজ্য দ্রুত প্রসারিত হচ্ছে এবং এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক ও পর্যটনের বিকাশ ঘটছে। এই অবস্থায় মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা আন্তঃনগর ট্রেন চালু অপরিহার্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা দুটি আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি জানাচ্ছি। প্রধান অতিথির বক্তৃতায় সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী বলেন, মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হলে বন্দরনির্ভর ব্যবসা ও বাণিজ্যে গতি আসবে, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। শ্রমজীবী ও সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি আসবে, সময় ও অর্থ সাশ্রয় হবে।
সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের মোঃ এমদাদুল হাওলাদার বলেন, মোংলা টু ঢাকা এবং ঢাকা টু মোংলা আন্তঃনগর ট্রেন চালু হলে পর্যটন শিল্পের বিকাশ হবে, বিশেষ করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ সহজ ও নিরাপদ হবে। সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সংঘের সভাপতি পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মোংলা টু ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানাই। তিনি আরো বলেন এই দাবি বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ উন্নত হবে, যা সরকারের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার