রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
এবার সংস্কার এবং রিজিজাইনে হবে টেকনাফ শাপলা চত্বর ও জিরো পয়েন্ট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক শেখ এহেসান উদ্দিন ফেসবুক পোষ্টে এক নতুন রুপে টেকনাফকে সাজানোর পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন-টেকনাফের ঐতিহ্যবাহী জিরো পয়েন্ট ও শাপলা চত্ত্বর দীর্ঘদিন ধরে পড়ে আছে অনেকটা অযত্নে।
অনেক মানুষ বিভিন্ন জেলা থেকে এসে ছবি তোলার জন্য খুজে এই জিরো পয়েন্ট। স্থানীয় মানুষের ও দীর্ঘদিনের চাহিদা এই চত্ত্বরের সৌন্দর্যবর্ধন। টেকনাফ পৌরসভার পক্ষ থেকে ঐতিহ্যবাহী শাপলা চত্ত্বর ও জিরো পয়েন্ট কে সংস্কার ও রিডিজাইন করার উদ্যোগ নেয়া হয়েছে। শিল্পী কুয়াশা বিন্দুর করা এই ডিজাইনে থাকবে ওয়াটার বডি ও ফোয়ারা এবং রাতের বেলার লাইটিং। মূল কাঠামোর গায়ে “টেকনাফ ০ কিমি” সহ খোদাই থাকবে মাছ, শুটকি, সাম্পান, সাগর, লবন চাষ, সুপারি সহ টেকনাফের সকল ঐতিহ্যের বহি:প্রকাশ। শীঘ্রই এর কাজ শুরু হতে যাচ্ছে। সংস্কারকালে রাস্তায় যানযট না হওয়ার লক্ষ্যে পৌর ট্রাফিক কাজ করবে।